অনুপ্রেরণা

তারকা হওয়ার আশা

জাহান কখনও এক জায়গায় স্থির হয়ে বসতে পারত না| সেই কারণে, বাড়িতে বড় ও ছোট আঘাত লাগার ঘটনা একটা সাপ্তাহিক গল্প ছিল| এটা নয় যে সেগুলি তাকে কখনও, সে যা করতে চাইত, তা করা থেকে তাকে থামাতে পেরেছিল| আমি স্বীকার করছি, আমি কিছুটা ভয়ে ভয়েই থাকতাম, কিন্তু যেভাবে অন্য বাবা-মায়েরা ভীত থাকেন সেইরকমই ছিলাম| আমি খুব অল্পই জেনেছিলাম যে আমার মায়া পরিণত হতে চলেছে সম্পূর্ণ ভয়ে, আপাতদৃষ্টিতে কয়েক দিনের মধ্যেই|

এটা হল জাহানের ৪ বছর বয়সে যে, সে একদিন সম্পূর্ণ হাঁফাতে হাঁফাতে বাড়ি ফিরে এল| সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য শুধু এটা হয়েছে বলে ধরে নিয়ে আমরা এই বিষয়ে খুব একটা মাথা ঘামাইনি| আমরা কেবল তখনই কিছু একটা গোলমাল হয়েছে বলে আশঙ্কা করলাম যখন দেখলাম তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না| একটা সম্পূর্ণ আতঙ্কিত অবস্থায় থেকে, আমরা একমাত্র যেটা পারতাম তাই করলাম; আমরা তাকে নিয়ে একছুটে হাসপাতালে পৌঁছে গেলাম|

 

আমরা ডাক্তারকে কিছু বলতে পারার আগেই, জাহানের নাক, মুখ ঢেকে অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে আইসিইউ তে নিয়ে যাওয়া হল| যে প্রচন্ড ভয় আমরা সেদিন পেয়েছিলাম তা প্রকাশ করার মত কোন ভাষা সেখানে ছিল না| আমি নিশ্চিত ছিলাম যে আমরা তাকে হারাতে চলেছি|  

 

কয়েক ঘন্টা পরে, ডাক্তার আমাদের যে খবর দিলেন তাতে আমাদের মনে স্বস্তি এবং নূতন করে ভয় লাগা, উভয়ের সঞ্চার হল - জাহানের আর কোন বিপদ নেই| কিন্তু তার হাঁপানি হয়েছে| আমাদের আতঙ্ক ও হাঁপানি সম্পর্কে থাকা সামান্য জ্ঞান নিয়ে আমরা ডাক্তারের উপরে প্রশ্নের বোমাবর্ষণ করে চলেছিলাম - "সে কি আবার স্বাভাবিক হবে?" "ওর কেন হল?" "তার হাঁপানি নিরাময়ের কি কোন উপায় আছে?" "সে কি ফুটবল খেলা চালিয়ে যেতে পারবে?" "হাঁপানি হওয়ার পক্ষে সে কি খুব অল্পবয়সী নয়?"

 

তখন ডাক্তারবাবু হাঁপানির সবকিছু এবং জাহানের পক্ষে ইনহেলার ব্যবহার করাই সর্বশ্রেষ্ঠ উপায় কিভাবে হচ্ছে, সেসব ব্যাখ্যা করে দিলেন| আমরা বুঝতে পারিনি যে কিভাবে ইনহেলার উপকারী হতে পারে| আমরা আবার অনেক প্রশ্ন করতে লাগলাম - "তার ইনহেলার এর দরকার কেন হবে?" "সেগুলির ব্যবহার কি সম্ভবত খালি বড়দের জন্য নয়?" "এটাই কি চিকিৎসার জন্য শেষ অবলম্বন?" "ইনহেলার এর মধ্যে কি স্টেরয়েড থাকে না?" স্টেরয়েড কি জাহানের শারীরিক বিকাশ ও বৃদ্ধি কমাবে না?"

 

ডাক্তারবাবু তখন ইনহেলার এর সঙ্গে জড়িয়ে থাকা জনশ্রুতি এবং যাতে লোকেরা আরও ভালভাবে শ্বাসগ্রহণ করতে পারে তার জন্যে সেগুলি কিভাবে শ্বাসনালী খুলতে সাহায্য করে, সেই বিষয়ে ব্যাখ্যা দিয়ে দিলেন| আমরা তখনও ইনহেলার সম্পর্কে কিছুটা অনিশ্চিত ছিলাম, কিন্তু বিশ্বাস করেছিলাম জাহানকে সাহায্য করতে এটাই ছিল সর্বশ্রেষ্ঠ উপায়| আর সেইজন্য, আমরা শিখেছিলাম এবং জাহানকে শিখিয়েছিলাম যে কিভাবে ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে হয়|

 

কিন্তু এমনকী ইনহেলেশন থেরাপি দিয়েও, আমরা তাকে নিয়ে খুব সতর্ক থাকতাম| সে যা খেত বা পান করত, সেই ছোটখাটো জিনিসের উপরে আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখতাম| কোন কিছুর জন্য জাহানের বাড়ি থেকে বের হচ্ছে, সেটা আমাদের আতঙ্কের কারণ হত, এবং তার যেকোন খেলাধূলা করা ছিল সম্পূর্ণ প্রশ্নাতীত| আমরা তাকে যথাসম্ভব আমাদের কাছে কাছে রাখতে চাইতাম, যাতে তার কোন কিছু ক্ষতি না হয়|

 

ধীরে ধীরে, আমরা ইনহেলেশন থেরাপির প্রভাব লক্ষ্য করতে শুরু করলাম| আমরা দেখলাম তার শ্বাস-প্রশ্বাস আরও ভালো হচ্ছে, এবং তার আত্মবিশ্বাস ফিরে আসছে| হাঁপানির কারণগুলি এড়িয়ে চলা এবং ডাক্তারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে, ইনহেলার এর উপযুক্ত ব্যবহার জাহানকে তার হাঁপানি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করেছিল|

 

বর্তমানে ১২ বছর বয়সে, এক অতি সক্রিয় এবং সুস্থ কিশোর হওয়ার প্রতি জাহান ফিরে এসেছে| এখন সে একজন চমৎকার সাঁতারু এবং ফুটবল খেলোয়ার| সে যা পছন্দ করে তাই সে খায়, এবং তার বয়সে সে এক সুন্দর চমৎকার রাধুনী হতে চলেছে| যারা জাহানকে দেখেন, তাদের কেউই বিশ্বাস করতে পারেন না যে তার হাঁপানি আছে, আর একেবারে খোলাখুলি বলতে হলে, কোন কোন সময়ে আমরাও তা পারিনা!

Please Select Your Preferred Language