সচরাচর জিজ্ঞাস্য

আমার হাঁপানি আছে আমি কি রোজা রাখতে পারি?

হাঁপানির সমস্যা থাকলে রোজা রাখার ফলেই সমস্যা দেখা দেয় তবে কারও চিকিৎসকের সাথে উপবাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করা ভাল ধারণা। প্রথমে কারও ডাক্তারের সাথে কথা না বলে হাঁপানির ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয়। রোজার সময়কালে কারও পরিকল্পনার সাথে মানিয়ে নিতে নিজের ওষুধকে সামঞ্জস্য করা সম্ভব কিনা তা ডাক্তার বলতে পারবেন।

Related Questions